শীতে গরম সমাজমাধ্যম, চিনে নিন বাংলার উর্ফি জাভেদকে

কখনও জবা ফুল, কখনও জবা পাতা, কখনও কচু পাতায় শরীরী প্রদর্শনের ছবি ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

December 27, 2022 | 3 min read
Published by: Drishti Bhongi

বিতর্কের অপর নাম বিগবস ওটিটি খ্যাত মডেল অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed)। তিনি বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তাঁর বোল্ড পোশাকের জন্য। সেইরকমই সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন উঠতি মডেল, লাস্যময়ী নারী একা ঘোষ। অভিনব ফ্যাশন সেন্স-এর জন্য তাঁকেও বারেবারে বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে।

এই নব্য তরুনী তাঁর সম্পূর্ণ ভিন্ন আঙ্গীকের পোশাকে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন নেটপাড়ায়। সেই ছবিগুলি শীতকাতুরে নেটিজেনদের ঘুম ছোটানোর পক্ষে যথেষ্ট। কখনও জবা ফুল, কখনও জবা পাতা, কখনও কচু পাতায় ঢাকা শরীরী প্রদর্শনীর মোহময়ী রূপের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একনজরে দেখে নিন সেই ছবি 

   ‘একা’ যখন সান্তা

ক্রিসমাসে সান্তার বোল্ড পোশাকে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

কলাপাতা অভিনব সাজে

কলাপাতায় অভিনব সাজে, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

সানি লিওনের স্টাইলে ব্যাগ পরিহিত অভিনব পোশাকে

ব্যাগ পরিহিত অভিনব পোশাকে, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

সজনে পাতায় বক্ষ যুগল ও গোপানাঙ্গ ঢেকে অভিনব সাজে

সজনে পাতায় যৌন আবেদনে ভরপুর একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

পান পাতায় অভিনব সাজে

পান পাতা দিয়ে শরীর ঢেকে হাস্যময়ী একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

কচু পাতার সাজে

কচু পাতার অভিনব পোশাকে, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

জবা পাতার সাজে

জবা পাতা ও ফার্ণ গাছের অভিনব পোশাকে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

পেঁপে পাতার সাজে

পেঁপে পাতার পোশাকে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

রাইস চেনের আলোর সাজে

রাইস চেনের আলোর সাজে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

তালপাতায় অভিনব সাজে

তাল পাতার পাখার পোশাকে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

জবা ফুলের সাজে

জবা ফুল দিয়ে অভিনব সাজে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

ঘুড়ির সাজে

ঘুড়ির স্টাইলে কাপড় পরিহিত অভিনব সাজে একা, ছবি সৌজন্যে- ফেসবুক/Eka Ghosh

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen