আন্দোলনের নতুন ভাষা ‘প্রোটেস্ট ফ্রম হোম’

করোনা পরিস্থিতি ও লকডাউনে যেমন বহু সংস্থা চালু করেছে ওয়ার্ক ফ্রম হোম, তেমনই শুরু হয়েছে ‘প্রোটেস্ট ফ্রম হোম’!

April 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা পরিস্থিতি ও লকডাউনে যেমন বহু সংস্থা চালু করেছে ওয়ার্ক ফ্রম হোম, তেমনই শুরু হয়েছে ‘প্রোটেস্ট ফ্রম হোম’!

লকডাউন কতদিন চলবে, তা এখনও স্পষ্ট নয়। লকডাউন ওঠার পরেও পরিস্থিতি যে সহজে, তাড়াতাড়ি স্বাভাবিক হবে না, সেটা ধরেই নেওয়া হচ্ছে। মিটিং, মিছিল, বিক্ষোভ, অবস্থান, ঘেরাও, অনশন, মানববন্ধন এখন সম্ভব নয়। আর পরিস্থিতির সেই বাধ্যবাধকতার জন্য ‘প্রোটেস্ট ফ্রম হোম’ অর্থাৎ বাড়িতে থেকে প্রতিবাদ ক্রমেই বাড়তে শুরু করেছে। সেই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমিং-ও করা হচ্ছে।

দেশের প্রথম সারির একটি নকশালপন্থী ছাত্র সংগঠন প্রথম এই ‘প্রোটেস্ট ফ্রম হোম’ মডেলে অনশন কর্মসূচি গ্রহণ করে। সেই পথে হেঁটে সিপিএমের ছাত্র-যুব ফ্রন্টও বাড়ি থেকেই প্রতিবাদের কর্মসূচি নিয়েছে। এই মডেল কতটা কার্যকর হচ্ছে, তা দেখে নিতে চাইছেন রাজনৈতিক নেতাদের একাংশও।
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণ বিতরণ ও ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ প্যাকেজের দাবিতে গত রবিবার নকশালপন্থী দল, লিবারেশনের ছাত্র সংগঠন আইসা ১২ ঘণ্টার প্রতীকী অনশনের কর্মসূচি নিয়েছিল। বিভিন্ন রাজ্যে আইসা-র নেতৃত্ব নিজেদের বাড়িতে কিংবা দলীয় দপ্তরে এই অনশন করে। ফেসবুকে এই অনশন কর্মসূচির লাইভ করা হয়।
এ বার কি তা হলে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ-আন্দোলনের আঙ্গিকে বদল আসবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen