আবার পাল্টালো নিয়ম, পঞ্চম দফার প্রচার শেষ হবে ৭২ ঘণ্টা আগে

আগামী বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে অনেক প্রার্থীর নানা ধরনের কর্মসূচি ছিল, কমিশনের নির্দেশে সবই বাতিল করতে হবে। পাশাপাশি পঞ্চম দফার ভোটের জন্য আরও ৭১ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

April 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী শনিবার রাজ্যের ৪৫টি আসনে পঞ্চম দফার ভোট। সেই ভোটের প্রচার ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। ফলে আগামী বুধবার অর্থাৎ ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ওই সব কেন্দ্রে প্রচার করা যাবে। আগামী শনিবার জলপাইগুড়ি, দার্জিলিং, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে।

গত লোকসভা ভোটের শেষ পর্যায়ে এসে রাজনৈতিক উত্তেজনার কারণে একদিনের জন্য ভোট প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার পঞ্চম দফায় সেই সিদ্ধান্ত নিল কমিশন। অর্থাৎ, এই ৪৫টি আসনে সব রাজনৈতিক দলের প্রার্থীকে একদিনের প্রচার থেকে বঞ্চিত হতে হবে।

আগামী বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে অনেক প্রার্থীর নানা ধরনের কর্মসূচি ছিল, কমিশনের নির্দেশে সবই বাতিল করতে হবে। পাশাপাশি পঞ্চম দফার ভোটের জন্য আরও ৭১ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen