ISL শুরুর আগেই নয়া চমক ইস্টবেঙ্গলের?

গত কয়েক বছর যাবৎ ময়দানে তেমন কিছুই করতে পারছে না শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল।

September 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ISL শুরুর আগেই নয়া চমক ইস্টবেঙ্গলের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক’দিন পরই শুরু হতে চলেছে আইএসএল ২০২৩। মরশুম শুরু আগেই চমক দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের নয়া জার্সির আত্মপ্রকাশ ঘটল। দলের তারকা বিদেশি তথা অধিনায়ক ক্লেটন সিলভার হাত ধরে প্রকাশ্যে এল নয়া জার্সি। লাল হলুদ শিবিরে এখন ক্লেটনই জনপ্রিয়তম তারকা।

কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা নতুন জার্সি পরেই আইএসএলে নামতে চলেছেন। নতুন হোম জার্সিতে লাল ও হলুদের পরিমাণ বেশিমাত্রায় রয়েছে। বেশ উজ্জ্বল, জ্বলজ্বল করছে নতুন ঢঙের এই জার্সি। মঙ্গলবার রাতে ক্লাবের তরফে ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে অন্ধকারে মশাল জ্বালছেন ক্লেটন। সেখানেই তিনি নতুন জার্সি পরে রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর যাবৎ ময়দানে তেমন কিছুই করতে পারছে না শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল। সাড়ে চার বছর পর, সদ্যই তারা ডার্বি জিতেছিল। তবে ডুরান্ড ফাইনালে ফের ডার্বিতে হার হয় লাল-হলুদের। এবার নয়া জার্সিতেই আইএসএল অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। এবার দেখার, নতুন জার্সি লাল-হলুদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে কি না!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen