ভারত-মার্কিন সম্পর্কে নয়া মোড়, মোদীর ‘ISA’ জোট থেকে সরলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১১: সৌরশক্তি প্রসারের মাধ্যমে বিশ্বকে দূষণমুক্ত করার যে স্বপ্ন ভারত দেখিয়েছিল, তাতে বড় ধাক্কা দিল ওয়াশিংটন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স’ (ISA) থেকে নিজেদের সরিয়ে নিল আমেরিকা (America)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই আকস্মিক পদক্ষেপে কেবল বিশ্ব জলবায়ু লক্ষ্যমাত্রাই প্রশ্নের মুখে পড়েনি, বরং গত তিন দশকের মজবুত ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ফাটলও স্পষ্ট হয়েছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে অটল। আন্তর্জাতিক স্বার্থের তুলনায় জাতীয় স্বার্থ ও সামরিক বাজেটকেই তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে (COP21) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্টের উদ্যোগে ISA গঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে সৌরশক্তিতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করা। আর উন্নয়নশীল দেশগুলিতে স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়া। বর্তমানে ১০০টিরও বেশি দেশ এই জোটের সদস্য। ২০২১ সালে জো বাইডেনের আমলে আমেরিকা এতে যোগ দিয়েছিল।
মার্কিন হোয়াইট হাউসের দাবি, এই সংগঠনগুলি আমেরিকার জাতীয় স্বার্থ পূরণ করছে না। তাই একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করে ISA এবং রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত ৩১টি সংগঠন-সহ মোট ৬৬টি সংস্থা থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প। উল্টে তিনি মার্কিন যুদ্ধ দপ্তরের বাজেট ৫০ শতাংশ বৃদ্ধি করেছেন।
আমেরিকার এই সিদ্ধান্তে গত তিন দশকের ভারত-মার্কিন সম্পর্কে অস্বস্তি তৈরি হলেও, ভারত সরকার এতে বিচলিত নয়। সূত্রের খবর, ভারত স্পষ্ট জানিয়েছে যে আমেরিকা সরে গেলেও জোটে তার প্রভাব পড়বে না এবং নির্ধারিত লক্ষ্যমাত্রাতেই এগিয়ে যাবে ISA।