১ আগস্ট থেকে নতুন UPI নিয়ম কার্যকর হচ্ছে, জারি বিজ্ঞপ্তি
new-upi-rules-from-august-1-notification-issued

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:০০: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে ঘন ঘন ব্যালেন্স চেক করেন? এই ধরনের পরিষেবাগুলির জন্য সীমা নির্ধারণ করা হচ্ছে। ১ আগস্ট থেকে নতুন UPI নিয়ম কার্যকর হচ্ছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সার্কুলার দিয়েছে এর নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এনপিসিআই)। সেখানে সমস্ত ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ১০টি সর্বাধিক ব্যবহৃত ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস’কে (এপিআই) নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে তাদের। ফলে ১ অগস্ট থেকে লেনদেনের সময়ে বেশ কিছু সুবিধা আর পাবেন না ইউপিআইয়ের গ্রাহকেরা।
নতুন নিয়মে কী রয়েছে?
এনপিসিআইয়ের সার্কুলার অনুযায়ী, ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (যেমন গুগ্ল পে বা ফোনপে) ব্যালেন্স অনুসন্ধান, স্বয়ংক্রিয় ভাবে অর্থ প্রদান এবং লেনদেনের অবস্থা পরীক্ষা করার মতো গ্রাহকদের অনুরোধগুলিকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এর পর থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে নির্দিষ্ট সংখ্যক বার এই পরিষেবাগুলির সুবিধা পাবেন। এই নির্দেশ অমান্য করলে দু’তরফে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সার্কুলারে উল্লেখ করেছে ওই কেন্দ্রীয় সংস্থা।
এ ছাড়া ৩১ অগস্টের মধ্যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের একটি করে ‘মুচলেকা’ জমা দিতে বলেছে এনপিসিআই। সেখানে তাদের এপিআইগুলির সীমাবদ্ধতার খতিয়ান দিতে বলা হয়েছে। সার্কুলার অমান্য করলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে এনপিসিআই। অন্য দিকে, গ্রাহকদের ইউপিআই পরিষেবা স্থগিত বা জরিমানা পর্যন্ত হতে পারে বলে সার্কুলারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, এপিআইগুলিকে দিনের ব্যস্ত সময়ে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। সেই সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত সাড় ৯টা পর্যন্ত বলে ধার্য করা হয়েছে। ৩১ জুলাইয়ের পর ইউপিআইয়ের মাধ্যমে এই সময়সীমার মধ্যে গ্রাহকেরা অটো পেমেন্ট করতে পারবেন না।