বাংলাদেশী গল্পে নতুন সিরিজ তৈরী করতে চলেছেন সৃজিত?

বাইশে শ্রাবণ থেকে দ্বিতীয় পুরুষ – টানটান উত্তেজনায় ভরপুর রোমাঞ্চকর ক্রাইমের গল্প বলতে পারদর্শী পরিচালক।

July 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

থ্রিলার বলতেই যার কথা প্রথমেই মাথায় আসে তিনি হলেন সৃজিত মুখোপাধ্যায়। বাইশে শ্রাবণ থেকে দ্বিতীয় পুরুষ – টানটান উত্তেজনায় ভরপুর রোমাঞ্চকর ক্রাইমের গল্প বলতে পারদর্শী পরিচালক। ইতিমধ্যেই বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদাকে নিয়ে কাজ করেছেন তিনি। এবার বঙ্গ জীবনের অঙ্গ রবীন্দ্রনাথের পালা।

একটি বাংলা দৈনিকের খবর, সৃজিত মুখোপাধ্যায় জনপ্রিয় বাংলাদেশী লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে একটি ওয়েব সিরিজ তৈরী করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি।

বাংলা দৈনিকের খবর অনুযায়ী এই সিরিজ়ে দুই বাংলার অভিনেতারাই থাকবেন। মুখ্য ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি, কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশারফ করিম এবং টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এর আগে মুশকান জুবেরীর চরিত্রর জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন। তবে বিশেষ কারণে এই সিরিজ়ে জয়ার বদলে পরীমনিকে নেওয়া হবে ঠিক হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen