ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে রেকর্ড ভোটে জয়! প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলমান মেয়র পেল নিউইয়র্ক

November 5, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৫:  রেকর্ড ভোটে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মামদানি। মামদানির নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে প্রথম মুসলমান তথা প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র পেল নিউইয়র্ক (NYC)। ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সর্ব কনিষ্ঠ মেয়র হবেন মামদানি।

জয়ের পর মামদানি বলেন, “এই শহর সবার জন্য, ন্যায়, সমতা ও সহানুভূতির পথে আমরা এগিয়ে যাব।” X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, সিটি হল স্টেশনে একটি মেট্রোর দরজা খুলছে, তার দেওয়ালে ভেসে উঠছে- “Zohran For New York City”। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ভিডিওটি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান নেতারা তাঁকে ‘চরমপন্থী ডেমোক্র্যাটিক রাজনীতির মুখ’ হিসেবে চিহ্নিত করেছেন।

ট্রুথ সোশ্যালে মঙ্গলবার নির্বাচনের আগে ট্রাম্প নিউইয়র্কবাসীর উদ্দেশ্যে লিখেছিলেন, কমিউনিস্ট মামদানিকে নির্বাচিত করে নিজেদের ক্ষতি করবেন না। মামদানি জিতলে তিনি তাঁর প্রিয় শহর নিউইয়র্ককে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু নিউইয়র্কবাসী তাতে আমল দেয়নি। উল্লেখ্য, মেয়র নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে। গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ২০ লক্ষেরও বেশি নাগরিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen