LIVE India vs New Zealand 2nd ODI: ভালো শুরু করেও পর পর উইকেট হারিয়ে চাপে ভারত

January 14, 2026 | < 1 min read
Published by: Raj

 

Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: নিউজিল্যান্ড টসে জিতে রাজকোটে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের একাদশে একটি পরিবর্তন—চোটের কারণে ওয়াশিংটন সুন্দরকে বাইরে রেখে তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি।

রাজকোটেই প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়া করে দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। আজকের ম্যাচে বিরাট কোহলি নজর রাখবেন এক ঐতিহাসিক মাইলস্টোনে—ওয়ানডে ক্রিকেটে টানা ছয়টি ম্যাচে ৫০ বা তার বেশি রান করার নজির গড়া প্রথম ভারতীয় ব্যাটার হওয়ার সুযোগ তাঁর সামনে।

নিউজিল্যান্ড শিবিরে আজকের ম্যাচে বিশেষ আকর্ষণ জেডেন লেনক্স, যিনি এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করছেন।

 

১৪:৪৫: ১০০ রান সম্পূর্ণ ভারতের

১৪:৪১: দ্বিতীয় উইকেটের পতন, ৫৬ রান করে আউট গিল।

১৪:৩৪: হাফ সেঞ্চুরি করলেন শুভমান গিল

১৪:২৪: প্রথম ধাক্কা! আউট রোহিত শর্মা

১৪.১৫: ১০ ওভার শেষে ভারতের রান ৫৭-০, গিল ৩১, রোহিত ২১

১৪.০৫: ৫০ রান সম্পূর্ণ ভারতের

১৩.৫০: ৫ ওভার শেষে ভারতের রান ১০-০, গিল ৭, রোহিত ১

১৩.৩৬: ২ ওভার শেষে ভারতের রান ১-০, গিল ১, রোহিত ০

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen