জয়ের মাঝেও সিঁদুরে মেঘ! পরের ম্যাচগুলোতে নেইমারকে পাবে তো ব্রাজিল?
যন্ত্রণায় নেইমারের চোখে জল চলে আসে গতকাল।
November 25, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

জমে উঠেছে বিশ্বকাপ, ডিসেম্বরের শীতে গরম নলেন গুড়ের রসগোল্লার মতো ব্রাজিলের জয় দেখে ফুটছে ফুটবলপ্রেমীরা। ২৪ তারিখ রাতে কাতারে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। ৪-১-২-৩ ফরমেশনে ছক সাজিয়েছিলেন তিতে। সেন্টার ফরোয়ার্ডে রিচার্লিসনের জোড়া গোলে ২-০-এ জিতেছে ব্রাজিল। কিন্তু জয়ের মাঝেই অশনি সংকেত, চোট পেয়েছেন নেইমার। গোড়ালিতে চোট রয়েছে ব্রাজিলের তারকার। যন্ত্রণায় নেইমারের চোখে জল চলে আসে গতকাল।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলিতে আদৌ নেইমারকে পাওয়া যাবে তো? আশঙ্কায় সাম্বা সমর্থকরা। যদিও আগামী ম্যাচগুলিতে নেইমারের খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলের কোচ তিতে।