বিশ্ব বক্সিংয়ে রাজকীয় কামব্যাক ভারতীয় কন্যার, তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জরিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: অলিম্পিকের হতাশা কাটিয়ে নিখাত জরিন আবারও রিংয়ে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করলেন। দীর্ঘসময় প্রতিযোগিতা থেকে দূরে থাকার পর অনেকেই ভেবেছিলেন, আগের সেই আগ্রাসী নিখাতকে হয়তো আর দেখা যাবে না। কিন্তু গ্রেটার নয়ডার আলো-ঝলমলে ফাইনালেই সব সংশয় উড়িয়ে দিলেন হায়দরাবাদের এই বক্সার। মহিলা বক্সিংয়ের ৫১ কেজি বিভাগে একেবারে একচ্ছত্র দাপট দেখিয়ে চাইনিজ তাইপের শুয়ান ই গুও-কে ৫-০ ব্যবধানে হারিয়ে তিনি তুলে নিলেন নিজের তৃতীয় বিশ্বচ্যাম্পিয়ন খেতাব।
প্যারিস অলিম্পিকে শূন্য হাতে দেশে ফেরার পর নিখাতের এমন দুর্দান্ত কামব্যাক আবারও আশা জাগিয়েছে ভারতীয় বক্সিংমহলে। আসন্ন অলিম্পিককে সামনে রেখে এই ফেরাটাই সবচেয়ে বড় ইতিবাচক বার্তা।
শুধু নিখাত নন, দেশের মাটিতে আয়োজিত এই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল উপহার দিয়েছে রেকর্ড সাফল্য। টুর্নামেন্টে অংশ নেওয়া ২০ জন ভারতীয় বক্সারের প্রত্যেকেই পদক জিতেছেন—যা এক অনন্য নজির। ভারতের মোট পদকের ঝুলিতে এসেছে ৯টি সোনা, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। বিশেষ করে মহিলা বিভাগে ছিল অসাধারণ আধিপত্য—সম্ভাব্য ১০টি সোনার মধ্যে ৭টিই ভারতের দখলে।
তবে এই সাফল্যের ব্যাখ্যায় মতভেদও রয়েছে। ক্রীড়ামহলের একাংশের দাবি, বিশ্বের প্রথম সারির বহু বক্সার এই প্রতিযোগিতায় অংশ নেননি। কাজাখস্তান, উজবেকিস্তানের মতো শক্তিশালী দেশও পাঠিয়েছে তুলনামূলক দুর্বল দল। তবুও, এই পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতীয় বক্সারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের বড় মঞ্চে আরও সাফল্যের স্বপ্ন দেখাবে।