পুঞ্চে হামলা! সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের?

বিগত সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হয়েছে। মোদী, শাহ, রাজনাথ সিংয়েরা নানান দাবি করেছেন। তার কি পাল্টা জবাব দেওয়া শুরু করল পাকিস্তান?

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০৭: পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চলাকালীন ১০ মে সংঘর্ষবিরতি চুক্তি করে ভারত ও পাকিস্তান। ভারতের দাবি, পাকিস্তানের DGMO-র তরফেই প্রথম সংঘর্ষবিরতির প্রস্তাব এসেছিল। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনিই নাকি ভারত ও পাকিস্তানের লড়াই থামিয়েছেন। এরই মধ্যে সংঘর্ষবিরতির প্রায় তিন মাসের মধ্যে পুঞ্চে হামলার খবর এল। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে পাক সীমান্ত থেকে কাশ্মীরে পুঞ্চে প্রায় ১০-১৫ মিনিট ধরে গোলাগুলি চলেছে। এতেই প্রশ্ন উঠছে, তবে কি সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ? বিগত সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হয়েছে। মোদী, শাহ, রাজনাথ সিংয়েরা নানান দাবি করেছেন। তার কি পাল্টা জবাব দেওয়া শুরু করল পাকিস্তান?

অন্যদিকে, ট্রাম্প রীতিমতো ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেছেন। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে বেজায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে পাক হামলা ভারতের বৈদেশিক নীতির দিকে ফের আঙুল তুলছে। যদিও ভারতীয় সেনাবাহিনী পুঞ্চে হামলার কথা অস্বীকার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen