হয়নি জনসমাগম, বিষ্ণুপুরে মাঝপথেই শেষ হল নাড্ডার রোড-শো

বিষ্ণুপুর ও কোতুলপুরে দলের দুই প্রার্থীর হয়ে নাড্ডা রোড-শো ও সভা করলেও তাতে ভিড় তেমন না হওয়ায় দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পড়েন।

March 17, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

আসার কথা ছিল ১১টায়। পৌঁছলেন দুপুর ২টো পার করে। কাঠ ফাটা রোদ্দুরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিরক্ত হয়ে কর্মী সমর্থকদের অনেকেই তখন বাড়িমুখো হন। তবে লোক বেশি না হওয়ায় বিষ্ণুপুরের চকবাজারে মাঝপথেই রোড-শো শেষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এমনকী এদিন বিকেল ৩টের সময় কোতুলপুরে সভা হওয়ার কথা থাকলেও নাড্ডা সেখানে প্রায় দু’ঘণ্টা দেরিতে পৌঁছন। তাই মাত্র ৩০মিনিটের মধ্যেই তিনি বক্তব্য শেষ করেন। বিষ্ণুপুর ও কোতুলপুরে দলের দুই প্রার্থীর হয়ে নাড্ডা রোড-শো (Road Show) ও সভা করলেও তাতে ভিড় তেমন না হওয়ায় দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পড়েন। নাড্ডার সঙ্গে এদিন ছিলেন বিজেপির অপর কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ প্রমুখ।

যদিও বিজেপির বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলার সম্পাদক নীরজ কুমার বলেন, নাড্ডাজির আসতে কিছুটা দেরি হয়েছে। তবে বিজেপি কর্মীরা তাতে উৎসাহ হারাননি। কড়া রোদ সত্ত্বেও তাঁরা নেতাকে দেখতে মুখিয়েছিলেন। কড়া রোদের কারণে কেউ কেউ ফিরে গিয়েছেন। তবে অনেকেই রোদ এড়াতে স্থানীয় বিভিন্ন দোকানে ঢুকে পড়েছিলেন। নাড্ডাজির হেলিকপ্টারের আওয়াজ শুনে তাঁরা পুনরায় বেরিয়ে আসেন। সকলে রোড-শোয়ে অংশ নেন। কোতুলপুরে বড় জনসভা থাকার জন্য রোড-শো সংক্ষিপ্ত করা হয়।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ শহরের কুমারী সিনেমা হলের সামনে থেকে জেপি নাড্ডার রোড শো হওয়ার কথা ছিল। তা হাজরাপাড়া, পোকাবাঁধ, চকবাজার, রবীন্দ্র স্ট্যাচু হয়ে রসিকগঞ্জে শেষ হওয়ার কথা। সেই মতো কর্মী ও সমর্থকরা সকাল সাড়ে ১০টা থেকেই ন্যাশনাল ক্লাবের মাঠে হেলিপ্যাডের সামনে জড়ো হন। কিন্তু কাঠ ফাটা রোদ্দুরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকেই বিরক্ত হন। খালি পেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় কেউ কেউ অসুস্থ বোধ করে বাড়ি চলে যান। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা ১৫মিনিট বাদে দুপুর ২টো বেজে ১৫মিনিট নাগাদ নাড্ডাজির হেলিকপ্টার বিষ্ণুপুরে নামে। ততক্ষণে ভিড় পাতলা হয়ে যায়। তারপর রোড শো শুরু হলেও কম সংখ্যক লোক থাকায় চকবাজারেই তা শেষ করে দেওয়া হয়। পরে শহরের একটি হোটেলে কর্মী বৈঠক করেন তিনি। তারপর কোতুলপুরের উদ্দেশে রওনা দেন। কোতুলপুরের সভায় নাড্ডা তৃণমূল কংগ্রেস সরকারের আগাগোড়া সমালোচনা করেন। বিজেপিই এবার বাংলার ক্ষমতায় আসবে বলে সভায় মন্তব্য করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen