মেলেনি ছুটি! শারীরিক অসুস্থতা নিয়েও SIR-র কাজ, মৃত্যু মালদহের BLO-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১২: ছুটি মেলেনি। শারীরিক অসুস্থতার মধ্যেও এসআইআরের কাজ চালিয়ে যাচ্ছিলেন, চেপে বসেছিল মাত্রাতিরিক্ত কাজের চাপের বোঝা। এতেই মৃত্যু হল আরও এক BLO-র। বুধবার, ভোররাতে মৃত্যু হল মালদহের বুথ লেভেল অফিসারের। জানা গিয়েছে, মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। পরিবারের অভিযোগ, SIR-র চাপের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি ছিলেন আইসিডিএস কর্মী। ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে BLO-র দায়িত্বে ছিলেন সম্পৃতা। মৃতার স্বামীর অভিযোগ, “প্রচণ্ড কাজের চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল সম্পৃতা। ডাক্তার দেখানো হয়েছিল। বিশ্রাম নিতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু এসআইআর-র কাজের চাপ প্রবল। অসুস্থতা সত্ত্বেও কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। আজ ভোরে মৃত্যু হয়েছে।”
খবর পাওয়া মাত্র মৃতার বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তাঁর অভিযোগ, কমিশনের অতিরিক্ত চাপের জেরেই BLO-রা অসুস্থ হয়ে পড়ছেন। ভয়ংকর পরিণতি হচ্ছে। SIR ঘোষণার পর থেকেই মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগ উঠছে। ইতিমধ্যেই বহু BLO অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ রোগাক্রান্ত হয়ে প্রায়ত হয়েছেন। আবার কমিশনকে দুষে আত্মঘাতী হওয়ার অভিযোগও আছে। ইতিমধ্যে কাজের চাপ নিয়ে আন্দোলনেও নেমেছে BLO-দের সংগঠন।