সন্দেহভাজন শবদেহে কোভিড পরীক্ষা আর নয়
হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘সন্দেহভাজন’দের শবদেহ থেকে নমুনা সংগ্রহ করে আর কোভিড পরীক্ষা করা হবে না।
করোনা সন্দেহে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয় প্রায়ই। তাঁদের শরীরে করোনা সংক্রমণ রয়েছে কি না, মৃত্যুর সময়ে সে কথা জানা থাকে না বলে তাঁদের মৃতদেহ থেকে তড়িঘড়ি সোয়াব নমুনা সংগ্রহ করা হয় সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। এই প্রক্রিয়ায় এ বার ইতি টানলেন এনআরএস কর্তৃপক্ষ। হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘সন্দেহভাজন’দের শবদেহ থেকে নমুনা সংগ্রহ করে আর কোভিড পরীক্ষা করা হবে না। স্বাস্থ্যভবন সূত্রের খবর, সামনের সপ্তাহ থেকে শুধু এনআরএসেই নয়, বাকি সব হাসপাতালেও একই নীতি অনুসরণ করা হবে। এতে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার ক্ষেত্রে অযথা দেরি হবে না। যদিও করোনা পজিটিভ হলে যে প্রোটোকল মানা হয়, শবদেহ ও মৃতের পরিবারের সদস্যদের ক্ষেত্রে তা-ই মানা হবে।

এনআরএসের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন জানান, শনিবার স্বাস্থ্য দপ্তরের অনুমোদনক্রমে এনআরএসের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানরা সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্যভবন সূত্রের খবর, রাজ্য সরকার এ ব্যাপারে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনামা আকারে তা বের হওয়ার আগেই স্বাস্থ্য দপ্তরের অনুমোদনক্রমে এনআরএসের রোগীকল্যাণ সমিতির বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘অচিরে সব হাসপাতালই নয়া নিয়ম মেনে চলবে।’