কেউ রেহাই পাবে না, ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
নির্বাচন পরবর্তী হিংসার জন্য পরোক্ষে নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি।

টানা তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, কোভিড অতিমারী পরিস্থিতির জন্য এই অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বর ভাবে আয়োজন করা হল। এদিন শুধুমাত্র মুখ্যমন্ত্রীই শপথ নেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা পরে শপথ নেবেন। এই অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে সকলকে অনেক ধন্যবাদ জানান। তিনি বলেন, সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ আছেন যারা এই নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রথম কাজ কোভিডকে মোকাবিলা করা, ১২.৩০ এ বৈঠক হবে, ৩ টেয় সাংবাদিক বৈঠক করে সব জানাব।
পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়েও কড়া বার্তা দিলেন তিনি। মমতা বলেন, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আজ থেকে আমি কঠোর হাতে শান্তি শৃঙ্খলার দায়িত্ব নেব, কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পিছ পা হব না। নির্বাচনের পর এরকম বিচ্ছিন্ন ঘটনা হয়, কিন্তু সবাই সাবধানে থাকবেন। বাংলা শান্তি আর সংহতির পক্ষে।
নির্বাচন পরবর্তী হিংসার জন্য পরোক্ষে নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি। বলেন, গত ৩ মাস আইন শৃঙ্খলা ব্যবস্থা আমার হাতে ছিল না, নির্বাচন কমিশনের হাতে ছিল। এই ৩ মাস ব্যবস্থায় অনেক ineficiency ছিল, আজ আমি নতুন সেট আপ করব। অনেক জায়গায় যারা জিতেছে তারা অত্যাচার করছে, তারা কেউ রেহাই পাবে না।