রাজ্য থেকে ঠাঁই নেই UGC-র কমিটিতে, শিক্ষা ক্ষেত্রে বাংলাকে বঞ্চনার অভিযোগ

জোনাল কমিটিতে অন্য়ান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রয়েছেন বলেই খবর। কিন্তু বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কমিটিতে না থাকায় ক্ষোভ বেড়েছে শিক্ষামহলেও।

December 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবারও বাংলাকে বঞ্চনার অভিযোগ। এবার শিক্ষা ক্ষেত্রে। এই বিষয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার শিক্ষামন্ত্রী টুইটে ক্ষোভপ্রকাশ করে লেখেন, ‘ইউজিসি পাঁচটি জোনাল কমিটি তৈরি করেছে। কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে এই কমিটিগুলি তৈরি হয়েছে। ইউজিসির গাইডলাইন মেনেই কাজ করবে কমিটিগুলি।’

শিক্ষামন্ত্রীর আরও অভিযোগ, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কমিটিতে ৭ জন সদস্য রয়েছে। কিন্তু সেই কমিটিতে বাংলার ৪০টি বিশ্ববিদ্য়ালয়ের একজন উপাচার্য ঠাঁই পাননি। অথচ ভারতীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি কিন্তু বাংলারই এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

উল্লেখ্য, জোনাল কমিটিতে অন্য়ান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রয়েছেন বলেই খবর। কিন্তু বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কমিটিতে না থাকায় ক্ষোভ বেড়েছে শিক্ষামহলেও। শিক্ষামন্ত্রী লিখেছেন, পক্ষপাতদুষ্ট ইউজিসি এবং সন্দেহজনক তাদের গতিবিধি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen