সেনার ইউনিফর্মের আদলে তৈরি পোশাক বিক্রি নয়, বাংলার তিন জেলায় জারি নির্দেশ
জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার তিন জেলাতেই সেনার মতো পোশাক বিক্রির একাধিক দোকান রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোকানে সেনার ইউনিফর্মের আদলে তৈরি পোশাক বিক্রি করা যাবে না, উত্তরবঙ্গের তিন জেলায় এনিয়ে নির্দেশ জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় এনিয়ে নির্দেশ জারি করা হয়েছে। যাতে সেনার পোশাক পরে, কেউ কোনও নাশকতামূলক কাজ করতে না পারে সেকারণে এই নির্দেশিকা।
বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সতর্ক করছে পুলিশ। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার তিন জেলাতেই সেনার মতো পোশাক বিক্রির একাধিক দোকান রয়েছে। এবার তা বিক্রি করলেই ব্যবস্থা নেবে পুলিশ। কেউ এই ধরনের সেনার আদলে পোশাক কিনেছেন কি-না সেটাও দেখা হচ্ছে।
অতীতে একাধিক জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে সেনার মতো পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। কার্যত সেনা ও নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের সেনার পোশাক ব্যবহার করে দুষ্কৃতীরা ও জঙ্গিরা। সেকারণে এবার কড়া পদক্ষেপ।