উত্তরবঙ্গ বইমেলায় নজর কাড়ছে খুদে পড়ুয়াদের ভিড়

প্রতিদিন সন্ধ্যার পর কালো মাথার ভিড়ে পূর্ণ হচ্ছে উত্তরবঙ্গ বইমেলা। সেখানে লক্ষ্যনীয় খুদেদের আনাগোনা।

December 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়ির কচিকাঁচারা এখন হাঁদাভোদা, বাটুল, নন্টেদের ছেড়ে মুঠোফোনের ভক্ত হয়ে উঠেছে। ভার্চুয়াল দুনিয়ায় আটকে গিয়েছে শৈশব। স্কুলের বই পড়লেও, গল্পের বই এখন আর খুদে পাঠক পাচ্ছে না! একেবারে অন্য ছবি উত্তরবঙ্গ বইমেলায়। সেখানে কচিকাঁচাদের নিয়ে হাজির হয়েছেন বাবা-মায়েরা। প্রতিদিন সন্ধ্যার পর কালো মাথার ভিড়ে পূর্ণ হচ্ছে উত্তরবঙ্গ বইমেলা। সেখানে লক্ষ্যনীয় খুদেদের আনাগোনা।

সবচেয়ে বেশি ভিড় দেখা গেল প্রাইমারি ও ক্লাস ফাইভ-সিক্সের পড়ুয়াদের। তাদের মা-বাবারা বলছেন, স্কুল বা পড়ার বাইরে মোবাইলে বুঁদ হয়ে থাকে বাচ্চারা। ওদের মোবাইলের প্রতি আসক্তি কাটানোর মাধ্যম হতে পারে বই। তাই ওদের মেলায় নিয়ে আসছেন তাঁরা। উদ্দেশ্য একটাই, ওরা গল্পের বই দেখুক, চিনুক। দোকানের কাউন্টারে প্রবীণদের তুলনায় কচিকাঁচাদের ভিড়ই লক্ষ্যনীয়। বই বিক্রেতারাও বলছেন, ছোটদের মধ্যেই সবচেয়ে বেশি উৎসাহ দেখছেন।

কেউ কেউ বলছেন, গল্পের বই পড়ার যে একটা আলাদা আনন্দ আছে সেটা বোঝানোর জন্যই তাঁরা বাচ্চাদের বইমেলায় নিয়ে আসছেন। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তেই মেলায় ভিড় বাড়ছে। ভিড় দেখে মেলা কমিটিও খুশি। ৪২তম উত্তরবঙ্গ বইমেলা কমিটিক আহ্বায়ক জানান, মেলায় সবচেয়ে বেশি সংখ্যায় ছোটরাই আসছে। স্কুল পড়ুয়াদের জন্য টিকিটের হাফ দাম রাখা হয়েছে। ১৫টি স্কুলের বাচ্চাদেরও বিনামূল্যে মেলায় প্রবেশাধিকার দেওয়া হয়েছে। ওদের বইমুখো করাই লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen