বৃষ্টি আর হাওয়ার জোড়া ফলায় কাঁপছে উত্তরবঙ্গ

জেলার সর্বত্র দফায় দফায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। 

December 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

বুধবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। দার্জিলিং পাহাড়ে তুষারপাতে জাঁকিয়ে ঠান্ডা নেমে আসে শিলিগুড়িতে। এদিন শিলিগুড়িতে সকাল থেকে কয়েক পশলা বৃষ্টি হলেও দুপুরে টানা কিছুক্ষণ বৃষ্টির জেরে কনকনে ঠান্ডা বেড়ে যায়। সঙ্গে ছিল সকাল থেকেই হাওয়ার দাপট। দিনভর শিলিগুড়িতে সূর্যের মুখ দেখা যায়নি। 


সকাল থেকে কোচবিহারের আকাশ ছিল মেঘে ঢাকা। ফলে অন্যান্য দিনের তুলনায় এদিন শীতের অনুভূতি অনেকটাই বেশি ছিল। বেলা বাড়ার পরও রোদের দেখা মেলেনি। সকালের দিকে হাল্কা বৃষ্টিও হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। কার্যত এদিনই ছিল চলতি ঠান্ডার মরশুমের শীতলতম দিন। 


জলপাইগুড়িতেও বুধবার দিনভর দেখা মেলেনি সূর্যের। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সঙ্গে দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি। এতে শীতের আমেজ অন্যান্য দিনের তুলনায় বেশি অনুভূত হয়। শহরের আনাচে কানাচে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায় লোকজনকে। বুধবার দিনভর আলিপুরদুয়ার জেলাজুড়ে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয়। জেলার সর্বত্র দফায় দফায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen