অবিরাম বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারত, বাড়ছে মৃতের সংখ্যা, গৃহহীন বহু মানুষ
পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, দিল্লি থেকে উত্তরাখণ্ড সব জায়গায় চিত্রটা প্রায় একই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৮: অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ভারত। কোথাও ডুবে গিয়েছে রাস্তা-ঘাট, কোথাও ভয়াবহ বন্যার আশঙ্কা, আবার কোথাও ধসে ভেঙে পড়েছে ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, দিল্লি থেকে উত্তরাখণ্ড সব জায়গায় চিত্রটা প্রায় একই। একের পর এক প্রাণহানি ঘটছে, নিখোঁজ বহু মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, অন্তত আগামী এক সপ্তাহ বৃষ্টি থামার সম্ভাবনা নেই।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পঞ্জাবে। গত কয়েক দিনে সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। গৃহহীন হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বান বিধ্বস্ত করেছে জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডকে। বহু মানুষের মৃত্যু হয়েছে, অনেকে এখনও নিখোঁজ। ক্ষতিগ্রস্তের সংখ্যা অগুনতি।
রাজধানী দিল্লির অবস্থাও শোচনীয়। এনসিআর অঞ্চলের অনেক এলাকা ডুবে গিয়েছে। বাঁধ থেকে জল ছাড়ার কারণে বিপর্যয় আরও তীব্র হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
এ পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের গুরুগ্রাম এবং চণ্ডীগড়ে সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। বেসরকারি ও কর্পোরেট অফিসগুলিকে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, দিল্লির একাধিক প্রধান সড়ক এবং জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডের জাতীয় সড়কগুলি জল ও ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে। ফলে কার্যত অচল গোটা অঞ্চলের জনজীবন।