এবার যত্রতত্র পান-গুটখার পিক, থুতু ফেললেই মোটা জরিমানা – আইন আনছে রাজ্য সরকার

গুটখা, পানের পিকের লালচে দাগে নিয়ে বিরক্ত নাগরিকদের একাংশ।

February 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরের যেখানে সেখানে পান-গুটখার থুতু ফেলা বন্ধ করতে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। গুটখা, পানের পিকের লালচে দাগে নিয়ে বিরক্ত নাগরিকদের একাংশ। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাস্তাঘাট বা নতুন কোনও প্রকল্পে নীল-সাদা রঙ করে। শহরের সৌন্দর্যায়নে জোর দেয়। অথচ সেই সৌন্দর্যায়নে জল ঢেলে দেয় শহরবাসীর একাংশ। গুটখা, পানের পিকে ভরিয়ে দেয় সেই সমস্ত সৌন্দর্যায়ন। এবার তা রুখতে নয়া বিল আনছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, বিধানসভায় রাজ্য সরকার যে নতুন বিল আনতে চলেছে, সেখানে যত্রতত্র পান-গুটখার পিক, থুতু ফেলার শাস্তিস্বরূপ মোটা জরিমানা কার্যকর করতে পারে। সেই বিল পেশের ব্যাপারে এদিনের মন্ত্রিসভায় অনুমোদন নেওয়া হয়। অনুমোদনও মেলে। এবার বিধানসভায় সেই বিল পেশ হওয়ার অপেক্ষা। সূত্রের দাবি, বিল কার্যকর হলে যেখানে-সেখানে পিক ফেললে এক হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।

প্রসঙ্গত, ২০০১ সালেই আইন প্রণয়ন করা হয়েছিল। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেল্থ অফ নন-স্মোকারস অ্যান্ড মাইনর অ্যাক্ট, ২০০১’ অনুসারে, প্রকাশ্যে প্রথমবার থুতু বা গুটখার পিক ফেললে এক হাজার টাকা জরিমানা হবে। দ্বিতীয়বার ধরা পড়লে দু হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু তাতেও কিছু না হওয়ায় এবার রাজ্য সরকার আরও কঠোর আইন আনছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen