জুনিয়র ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জী

দু’ ঘণ্টার ম্যাচে কিম ১৬টি এস মারেন।

September 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন সমীর বন্দ্যোপাধ্যায়। জুনিয়র সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হেরে যান সমীর।

দু’ মাস আগে জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার পরে বাঙালি টেনিস খেলোায়াড় সমীর এ বারের ইউএস ওপেনে জুনিয়র বিভাগে দ্বিতীয় বাছাই ছিলেন। কোয়ার্টারে তাঁর সামনে ছিলেন অষ্টম বাছাই সুইৎজারল্যান্ডের জেরম কিম। রজার ফেডেরারের দেশের কিমের বিরুদ্ধে প্রথম সেট জিতলেও শেষ পর্যন্ত ৬-৪, ৩-৬, ৪-৬ গেমে হেরে যান সমীর।

দু’ ঘণ্টার ম্যাচে কিম ১৬টি এস মারেন। সেটিই ম্যাচে তফাৎ গড়ে দেয়। ৬ ফুট ৬ ইঞ্চির কিমের সার্ভিসের সামনে সমস্যায় পড়েন সমীর।

ইউএস ওপেনে এ বার সিনিয়র বিভাগেও নেমেছিলেন তিনি। কিন্তু মূল পর্বে উঠতে পারেননি। যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডেই তিনি একটি মাত্র গেম জিতে স্ট্রেট সেটে হেরে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen