নুহ হিংসা মামলায় গোরক্ষক বিট্টু বজরঙ্গির ১৪ দিনের জেল হেফাজত

নুহ-এর হিংসাকান্ড থেকে নিজেদের গা বাঁচাতে বিশ্ব হিন্দু পরিষদ নাকি বিট্টুকে অচ্ছুত বলে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে।

August 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হরিয়ানার নুহতে ভয়াবহ হিংসার ঘটনায় গোরক্ষক বিট্টু বজরঙ্গিকে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করার পর তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বিট্টুর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার নানা অভিযোগ উঠছিল। ডাবুয়া, ধনুজের মতো থানাও তার বিরুদ্ধে তদন্ত করছিল। তিনি নানা আপত্তিকর উপকরণ দিয়ে ভিডিয়ো করে ছড়িয়ে দিচ্ছিল বলে অভিযোগ। নুহ-এর হিংসাকান্ড থেকে নিজেদের গা বাঁচাতে বিশ্ব হিন্দু পরিষদ নাকি বিট্টুকে অচ্ছুত বলে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে।

৩১ জুলাই নুহতে ব্রিজ মণ্ডল যাত্রা বের হয়েছিল হরিয়ানার নুহতে। সেই সংক্রান্ত নানা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই সমস্ত ভাইরাল ভিডিয়োতে বিট্টু বজরঙ্গিকেও দেখা গিয়েছে। তিনি যেসব কথা বলতেন তাতে একেবারে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। এর জেরেও এলাকায় ক্ষোভ ছড়াতে থাকে। সেই ক্ষোভই আছড়ে পড়েছিল ব্রিজ মণ্ডল যাত্রার উপর। এর জেরে নুহতে ভয়াবহ হিংসা ছড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen