পুজোর আগে সুখবর! গ্রিন লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা

September 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ,২০:৩০: রাত পোহালেই ২০২৫ মহালয়া। আর এবারের মহালয়া পড়েছে রবিবার। এই রবিবার দিন মহালয়া ও পুজোর আগের শেষ রবিবার হওয়ায় শপিংএর জন্য পথেঘাটে ভিড় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কলকাতা মেট্রোর তরফে এল পুজোর আগে সুখবর। গ্রিন লাইনে এবার বাড়তে চলেছে মেট্রো সংখ্যা।

নতুন সময়সূচি শনিবার অর্থাৎ আজ থেকেই কার্যকর হয়েছে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকবে। মহালয়ার দিন রবিবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণভাবে রবিবার এই লাইনে ১০৪টি পরিষেবা থাকে। এবার বিশেষভাবে ১৩৬টি মেট্রো চালানো হবে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টায় ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকেও একই সময়ে প্রথম পরিষেবা শুরু হবে।

 

পুজোর ভিড় এবং যাত্রী সংখ্যা বেশি হওয়ায় ব্যবধান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ইতিমধ্যে সময়সূচি উন্নয়নের কাজ শুরু হয়েছে।

সম্প্রতি কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ বাড়ছে। প্রায় রোজই কোনও না কোনও রুটে মেট্রো বিভ্রাট দেখা যাচ্ছে। এই কারণে বেশিরভাগ সময়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। বিশেষত, ব্লু লাইন ও গ্রিন লাইনে নিয়মিত বিভ্রাটের কারণে ভোগান্তি বাড়ছে। মেট্রো সূত্রে খবর, পুজোর সময় এই সমস্ত সমস্যা এড়াতে একাধিক জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং পরিষেবা নির্বিঘ্ন করতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নতুন কিছু নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা বোর্ড আকারে প্রতিটি মেট্রো স্টেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বোর্ডগুলি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা, যাতে সব যাত্রী সহজে বুঝতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen