ইনস্টাগ্রামে ঈশানের বাবা সম্পর্কে এ কী লিখলেন নুসরত?

এতদিন যারা তাঁকে সিঙ্গেল মাদারের তকমা দিয়েছিলেন তাহলে কী এবার তাঁদের উদ্দেশে এই ছবি দিলেন নুসরত? বুঝিয়ে দিলেন আদৌ তিনি সিঙ্গল মাদার নন? ইঙ্গিত তেমনই

September 2, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

সদ্য মা হয়েছেন নুসরত জাহান। গত বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। দীর্ঘদিন ধরে জল্পনা তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে। কিন্তু, ছেলেকে নিয়ে বাড়ি ফেরা পর্যন্ত এই নিয়ে কোথাও মুখ খোলেননি অভিনেত্রী। সন্তানের জন্মের এক সপ্তাহ পরে সকালে নুসরত তাঁর ছবি দেন ইনস্টাগ্রামে। তাতেই সদর্পে ঘোষণা করেছেন, ছবিটি তোলা ড্যাডির। এতদিন যারা তাঁকে সিঙ্গেল মাদারের তকমা দিয়েছিলেন তাহলে কী এবার তাঁদের উদ্দেশে এই ছবি দিলেন নুসরত? বুঝিয়ে দিলেন আদৌ তিনি সিঙ্গল মাদার নন? ইঙ্গিত তেমনই।

 ৯ মাসের যুদ্ধ শেষে মা হয়েছেন নুসরতের। গর্ভাবস্থা থেকে হাসপাতালে ভর্তি পর্যন্ত বান্ধবী নুসরতকে কাছছাড়া করেননি তাঁর বিশেষ বন্ধু যশ। এমনকী অপারেশন টেবিলে ছুরি-কাঁচির নীচে মাতৃত্ব লাভের যন্ত্রণাতেও একা ছাড়েননি নুসরতকে। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার দিনও ঈশান ছিল যশের কোলে। তাঁর হাসপাতালে থাকা ও সেখান থেকে বাড়ি পর্যন্ত অনেকেই সিঙ্গেল মাদারের তকমা দিয়েছেন। তাহলে কী ড্যাডি লিখে তাঁদের উদ্দেশে বার্তা দিলেন নুসরত! এতদিন শোনা যাচ্ছিল একার পরিচয়ে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। একাধিক কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। বার বার টেনে আনা হয়েছে বিশেষ বন্ধু যশ দাশগুপ্তর নামও। প্রশ্ন তোলা হয়েছে ছেলের পিতৃপরিচয় নিয়েও। কিন্তু, হাজার বিতর্কেও মুখে কিচ্ছু বলেননি Nusrat Jahan। হাসি মুখে মাথা উঁচু করে মুখোমুখি হয়েছেন কঠিন বাস্তবের। ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। তবুও সন্তানের পিতৃপরিচয় জানাননি তিনি। কিন্তু নুসরতের এই নতুন ইনস্টাগ্রাম পোস্ট জল্পনা উস্কে দিয়েছে। তাহলে কি খুব শীঘ্রই ছেলের ‘ড্যাডি’-র সঙ্গে পরিচয় করাবেন! বরাবরই তাঁকে নিয়ে সমস্ত জল্পনার অবসান করেছেন নিজস্ব ভঙ্গিতে।

সোমবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন। স্বাভাবিকভাবেই অনুমান করা যায় অভিনেত্রীর সারাদিন কাটছে একরত্তির সঙ্গে। তবে তিনি যে সুপারমম তা বেশ বোঝা যাচ্ছে। ছেলেকে বাড়ি নিয়ে আসার পর, গতকালই নিজের গ্ল্য়ামরাস ফটোশ্যুটের ছবি দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নুসরত।

এই কদিনে পরিচয় বদলেছে অভিনেত্রী নুসরত জাহানের। এখন তিনি তাঁর সকল অনুরাগীর কাছে হয়ে উঠেছেন ঈশানের মা। জন্মের পর থেকেই ছোট্ট ঈশান স্টার, একদিনের মধ্যেই খুলে গেছে তার ফ্যান পেজ। তবে এখনও নুসরত জাহান প্রকাশ্যে আনেননি ঈশানের ছবি। যদিও হাসপাতাল থেকে বেরোনোর সময় যশ দাশগুপ্তর কোলে এক ঝলক দেখা গিয়েছে ঈশানকে। কিন্তু, তার মুখ দেখা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen