CWC2023: আজ প্রোটিয়াদের হারিয়ে বাবররা নিজেদের মুখ রক্ষা করতে পারবে?

টানা তিন ম্যাচে হেরে পাঁচ ম্যাচের পর পাকিস্তান ৪ পয়েন্টে আটকে আছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

October 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।

টানা তিন ম্যাচে হেরে পাঁচ ম্যাচের পর পাকিস্তান ৪ পয়েন্টে আটকে আছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

আগের ম্যাচে বাবর আজমরা আফগানিস্তানের বিপক্ষেও জিততে ব্যর্থ হওয়ায় পাকিস্তান দলের সমস্যা বড় আকার ধারণ করেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে দারুন ছন্দে রয়েছে।

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত ৮২টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান জয় পেয়েছে ৩০টি ম্যাচে। প্রোটিয়ারা জিতেছে ৫১টি ম্যাচে। একটি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। বিশ্বকাপের মঞ্চে যখন দু’দল মুখোমুখি হয়েছে, তখন পাকিস্তান জয় পেয়েছে দু’বার এবং দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে তিনবার।

সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাকে আরও নিশ্চিত করতে আজ জয়ের দিকে তাকিয়ে থাকবে সাউথ আফ্রিকা এবং পাকিস্তান চাইবে এই ম্যাচটি জিতে ঘুরে দাঁড়াতে। কিন্তু বিষয়টা তাঁদের পক্ষে খুব একটা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যে ক্রিকেটে আগে থেকে চূড়ান্ত ভবিষৎবানী করা ঠিক নয়। ফলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen