আজ কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান বনাম ওড়িশা, মোলিনা ছেলেরা কতটা প্রস্তুতি?

ওড়িশা জুড়ে যুদ্ধ যুদ্ধ আবহ। টিকিটের চাহিদা তুঙ্গে। হোসে মোলিনার মন্তব্য, ‘প্রতিপক্ষ বেশ ওজনদার। ফুটবলাররা সবাই পরিস্থিতির গুরুত্ব জানে।’

November 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি:  আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও ওড়িশা। ওড়িশা জুড়ে যুদ্ধ যুদ্ধ আবহ। টিকিটের চাহিদা তুঙ্গে। হোসে মোলিনার মন্তব্য, ‘প্রতিপক্ষ বেশ ওজনদার। ফুটবলাররা সবাই পরিস্থিতির গুরুত্ব জানে।’

ম্যাচের আগে বাগানকে উদ্বেগে রেখেছে গ্রেগ স্টুয়ার্টের চোট। তাঁর আরও কিছু মেডিক্যাল টেস্ট প্রয়োজন। তেমন হলে দেশে ফিরতে পারেন স্টুয়ার্ট। আরও কিছুদিন বাইরে থাকতে হবে তাঁকে। ওড়িশার বিরুদ্ধে স্টুয়ার্টের অভাব ঢাকা বড় চ্যালেঞ্জ। তবে মোলিনা প্রস্তুত, তিনি পরিবর্ত হিসাবে গড়গড়িয়ে সাহাল, পেত্রাতোস, আপুইয়াদের ভাবছেন হয়তো। প্রতিপক্ষ অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরিই তাঁর রণকৌশল।

মনে করা হচ্ছে, ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাবেন স্প্যানিশ কোচ। রক্ষণে আলবার্তো আর আলড্রেড পালা করে রয় বা মরিসিওকে রুখবেন। ডিফেন্সের ঠিক উপরে অনিরুদ্ধ থাপা ও আপুইয়াকে খেলানোর সম্ভাবনা। অন্যদিকে, স্টুয়ার্টের পরিবর্তে পেত্রাতোসকে ব্যবহারের ভাবনা রয়েছে ম্যানেজমেন্টের। মোলিনার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র মনবীর সিং আর লিস্টন কোলাসো। দুই উইং হাফ ছন্দে থাকলে গোল আসবেই।

অন্যদিকে, নির্বাসন মিটিয়ে বেঞ্চে ফিরছেন ওড়িশার কোচ লোবেরা। মরক্কোর আহমেদ জাহুও খেলবেন। মাঝমাঠে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। সাত ম্যাচে ওড়িশার সংগ্রহ আট পয়েন্ট। আজ খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen