করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু করল সিবিআই
খড়্গপুরের সুপারভাইজার ট্রেনিং সেন্টার (এসটিসি) থেকে শুরু হয় তদন্ত।
June 5, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু করল সিবিআই। সোমবার খড়্গপুর থেকে সেই তদন্তের কাজ শুরু করলেন সিবিআই কর্তারা। খড়্গপুরের সুপারভাইজার ট্রেনিং সেন্টার (এসটিসি) থেকে শুরু হয় তদন্ত।
সিবিআই সূত্রে খবর, বালেশ্বর, বাহানগা বাজার এবং ভুবনেশ্বর রেল স্টেশনের কয়েক জন আধিকারিককে সোমবার খড়্গপুরে তলব বলা হয়েছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কিছু যাত্রীকেও ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্বন্ধে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তার পর কী থেকে দুর্ঘটনা, তা খতিয়ে দেখবে সিবিআই।