গানের সুরে বিজেপিকে কৌশলী বার্তা দোলার, দর্শকাসনে বসে তাল মেলালেন নাড্ডা!

এবার গানের সুরে শাসকদলকে কৌশলী বার্তা দিলেন তৃণমূল সাংসদ দোলা সেন।

April 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার গানের সুরে শাসকদলকে কৌশলী বার্তা দিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। একঝাঁক শাসক-বিরোধী সাংসদদের সামনে গান ধরলেন, ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান…’। 

দোলা সেন যখন গান গাইছেন, তখন দর্শক আসনে বসে তার সঙ্গে তাল মেলালেন স্বয়ং জে পি নাড্ডা। বাংলার জামাই হওয়ার সুবাদে বাংলা বেশ ভালোই বোঝেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। যদিও দোলা সেন কেন এই গান গাইলেন তা বুঝেছেন কি না সে প্রশ্নের উত্তর মেলেনি।

রাজ্যসভা থেকে ৭২ জন সাংসদের অবসর উপলক্ষ্যে নিজের বাসভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সেখানেই গান, গিটার, কবিতা সহযোগে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন রুপা গাঙ্গুলি, বন্দনা চৌহান, শান্তনু সেন-সহ রাজ্যসভার সাংসদরা। অনুষ্ঠান পরিকল্পনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

এই পুরোদস্তুর সাংস্কৃতিক অনুষ্ঠানকেই রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে রাজনৈতিক বার্তার মঞ্চ বানিয়ে নিলেন দোলা। দোলা সেন জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং অনুষ্ঠানের স্থানের তাৎপর্য মাথায় রেখেই গানটা বেছে নিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen