শিক্ষকদিবসে National Teachers Award 2025 পাচ্ছেন বাংলার দুই শিক্ষক, উচ্ছ্বসিত মমতা
শিক্ষক দিবসের দিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে তাঁদের সম্মানিত করা হবে। বাংলার শিক্ষকদ্বয়ের সাফল্যে গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ পেতে চলেছেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের দু’জন শিক্ষক সুকান্ত কোনার ও ইন্দ্রনীল মুখোপাধ্যায়। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে ওই দু’জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। ওই দু’জন শিক্ষককে সম্মানিত করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে তাঁদের সম্মানিত করা হবে। বাংলার শিক্ষকদ্বয়ের সাফল্যে গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে তিনি নিজেই এ খবর জানিয়েছে।
X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘গর্বের সঙ্গে জানাচ্ছি যে দুর্গাপুরের সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের দুই প্রশিক্ষক শ্রীসুকান্ত কোনার এবং শ্রীইন্দ্রনীল মুখোপাধ্যায়, ভারতজুড়ে ১৬ জন পুরষ্কারপ্রাপকদের সঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণে জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫ পাচ্ছেন।
এই সম্মানপ্রাপ্তি রাজ্য সরকারের বিশ্বমানের কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার সাফল্যের প্রতিফলন, যা যুবসমাজের জন্য কর্মসংস্থান-কেন্দ্রিক প্রশিক্ষণ এবং দক্ষতা নিশ্চিত করে।’’
পুরষ্কারপ্রাপকদের, তাঁদের পরিবারকে এবং রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা ব্যবস্থার সঙ্গে যুক্তদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।