স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত বাংলার অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন পরিষেবা

বাংলার অধিকাংশ পুরসভাতেই এই পরিষেবা চালু হয়েছে।

October 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার মুকুটে নয়া পালক। স্কচ অ্যাওয়ার্ড পেল অনলাইনে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার পরিষেবা। এক বছর আগে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর অনলাইনে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার পরিষেবা চালু করেছে। এবার রাজ্যের সেই পরিষেবাই স্কচ অ্যাওয়ার্ড জয় করল।

বাংলার অধিকাংশ পুরসভাতেই এই পরিষেবা চালু হয়েছে। বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র অনলাইনের মাধ্যমে দেওয়ার ফলে, কাজে গতি এসেছে, সাধারণ মানুষেরও ঝক্কি কমেছে। আবেদনপত্রের পাহাড় জমে থাকছে না। জানা গিয়েছে, অনলাইনে ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১১ হাজার ৯৬৮টি বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভায় সর্বাধিক অনমোদন দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৫৬৩টি বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও​​ ২৯ হাজার ৩৮৬টি আবেদন পত্র জমা রয়েছে। নানান কারণে ২ হাজার ৮৩৪টি আবেদন বাতিল করা হয়েছে। ১৫ হাজার ৬৫টি আবেদন অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen