কেন্দ্রীয় ভাবে অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়া এ বছর চালু হচ্ছে না

পুরনো পদ্ধতিতেই হবে কলেজে ভর্তি।

June 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুরনো পদ্ধতিতেই হবে কলেজে ভর্তি। এবছর থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় পোর্টাল পুরোপুরি তৈরি না হওয়ায় আগের নিয়মেই কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে।

মঙ্গলবার ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরেই তিনি বলেন, প্রস্তুতি শেষ হয়নি। সেই কারণেই সিদ্ধান্ত বদল। উপাচার্যদের আশঙ্কা এত কম সময়ে নির্ভুল ভাবে কেন্দ্রীয় পদ্ধতিতে ভর্তি সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘উপাচার্যদের দাবি, করোনার পর গোটা প্রক্রিয়া স্বাভাবিক করতে পাঁচ থেকে ছ’মাস সময় লাগবে। সম্পূর্ণ নির্ভুল না হলে তার দায় বর্তাবে উচ্চ শিক্ষা দপ্তরের ওপরেই। তাই এই বছরের জন্য কেন্দ্রীয় ভাবে ভর্তি পদ্ধতি স্থগিত করা হল। তবে পরের বছর থেকে কেন্দ্রীয় ভাবেই অনলাইনে ভর্তি চলবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen