পরিযায়ীদের নিয়ে চাপে পড়ে সমন্বয় চাইল কেন্দ্র

ঔরঙ্গাবাদ, মুজফ্ফরনগর থেকে উত্তরপ্রদেশের আউরিয়া — ঘরে ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে চাপে পড়ে এ বার কেন্দ্রীয় স্তরে সমন্বয় তৈরির উদ্যোগ নিল মোদী সরকার। তৈরি হল বিশেষ পোর্টাল, যেখানে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য আপলোড করবে রাজ্যগুলি। তার উপর নজর রাখছে কেন্দ্র। শনিবার চিঠি দিয়ে রাজ্যগুলিকে সে কথা জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

May 17, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

ঔরঙ্গাবাদ, মুজফ্ফরনগর থেকে উত্তরপ্রদেশের আউরিয়া — ঘরে ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে চাপে পড়ে এ বার কেন্দ্রীয় স্তরে সমন্বয় তৈরির উদ্যোগ নিল মোদী সরকার। তৈরি হল বিশেষ পোর্টাল, যেখানে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য আপলোড করবে রাজ্যগুলি। তার উপর নজর রাখছে কেন্দ্র। শনিবার চিঠি দিয়ে রাজ্যগুলিকে সে কথা জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

পরিযায়ীদের নিয়ে চাপে পড়ে সমন্বয় চাইল কেন্দ্র

পায়ে হেঁটে বা ট্রাকে নয়, বাসে বা ট্রেনে কী ভাবে এই শ্রমিকদের ফেরানো যায়, তা নিশ্চিত করতেই ‘ন্যাশনাল মাইগ্রেন্ট ইনফর্মেশন সিস্টেম’ বা এনএমআইএস-র অধীনে এই পোর্টাল তৈরি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের এলাকার পরিযায়ী শ্রমিকদের তথ্য এতে আপলোড করবে। নাম, ঠিকানা, বয়স ছাড়াও তাঁরা কোন রাজ্যে যেতে চান সেটাও উল্লেখ করতে হবে। দিল্লির দাবি, কেন্দ্রীয় ভাবে এই তথ্য হাতের কাছে থাকলে রাজ্যগুলির মধ্যে সমন্বয় তৈরি করা সহজ হবে। প্রত্যেক শ্রমিকের জন্য তৈরি করা হবে একটি ‘ইউনিক আইডি’ নম্বর। এই নম্বরের সঙ্গেই যুক্ত থাকবে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কিত যাবতীয় তথ্য। যেখানে সংশ্লিষ্ট শ্রমিকের সব তথ্য সংরক্ষিত থাকবে৷ কেন্দ্রের দাবি, এতে এই শ্রমিকদের জন্য বাস বা ট্রেনের বন্দোবস্ত করা সহজ হবে। তাছাড়া, এই নিয়মে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় শ্রমিকদের গতিবিধির উপর নজর রাখতে পারবে প্রেরক ও গ্রহীতা দুই রাজ্যই। সেই সঙ্গে থাকবে কেন্দ্রীয় নোডাল আধিকারিকদের নজরদারি। এই ক্ষেত্রে প্রতিটি রাজ্যকে জেলা ও রাজ্যস্তরে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবের চিঠিতে।

সূত্রের খবর, ট্রেন-বাস চালুর পরও যে ভাবে শ্রমিকরা পায়ে হেঁটে বাড়ি ফিরছেন এবং যে ধরনের পরিস্থিতির মধ্যে তাঁদের পড়তে হচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি ধাক্কা খাচ্ছে এটা বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে৷ এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সঙ্গে নিয়ে পরিযায়ী শ্রমিকদের যাতায়াত সমস্যার সমাধান করতে উদ্যোগী হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রক৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen