২৫ সেপ্টেম্বর হরিয়ানায় বিরোধী নেতৃত্বদের আমন্ত্রণ, মহাজোটের মহড়া? শুরু জল্পনা

২৪-এ মহারণ, হাতে সময় মাত্র দেড় বছর।

September 11, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

২৪-এ মহারণ, হাতে সময় মাত্র দেড় বছর। ফের একবার মহাজোটের প্রস্তুতি শুরু করল বিরোধীরা। আগামী ২৫ সেপ্টেম্বর, হরিয়ানা থেকেই বিজেপিকে দেশ ছাড়া করার ডাক দেবেন বিরোধীরা? অনেকটা তেমনই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ওইদিন ফতেহাবাদে চৌধুরী দেবীলালের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সম্মান দিবসের সমাবেশ আয়োজিত হবে। সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের নানা প্রান্তের অবিজেপি দলগুলির সর্বোচ্চ নেতানেত্রীদের আহ্বান করা হচ্ছে। বিজেপির বন্ধু হিসেবে পরিচিত নবীন পট্টনায়েকের বিজু জনতা দলকেও নাকি ডাকা হচ্ছে। ৯ সেপ্টেম্বর এই উদ্যোগের কথা প্রকাশ্যে এসেছে।

২০২৪ সালে বিজেপিকে পরাস্ত করতে ইতিমধ্যেই সমমনস্ক দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। মনে করা হচ্ছে, ২৫ তারিখ মহাজোটের একটি প্রাথমিক ঘোষণাও করতে পারেন তারা। গুরুগ্রামের এক হাসপাতালে চিকিৎসাধীন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন আইএনএলডি প্রধান চৌতালা। জানা গিয়েছে, অখিলেশ যাদব, নীতীশ-তেজস্বী জুটি ওই সমাবেশে থাকবেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে খবর। ১০ সেপ্টেম্বর ওমপ্রকাশের ছেলে অভয় চৌতালা জানান, মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক, অকালি সুপ্রিমো প্রকাশ সিং বাদল, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কে চন্দ্রশেখর রাও, জনতা দলের এইচ ডি দেবেগৌড়া, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেসকেও ডাকার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে এনসিপির কর্মসমিতির বৈঠকে শারদ পাওয়ার বার্তা দিয়েছেন, ২৫ সেপ্টেম্বর হরিয়ানার সমাবেশ থেকেই বিজেপি বিরোধী জোট শুরু হবে। সেই কারণেই সোমবার থেকে বিভিন্ন নেতানেত্রীর সঙ্গে কথা বলতে শুরু করবেন বলেও জানান পাওয়ার।

আগামী লোকসভা ভোটের আগে এনডিএ শিবিরের পরিস্থিতি খুব একটা ভাল না। একে একে এনডিএ ছাড়ছেন অনেকেই। এনডিএর আয়তনও কমছে। বন্ধুশূন্য অবস্থায় বিজেপিকে ধাক্কা দিতে উদোগী বিরোধী দলগুলি, আর সে কারণেই বিরোধী জোট নিয়ে আর দেরি করতে চাইছে না অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen