সবচেয়ে জরুরী স্বাস্থ্য – করোনা আবহে কেন্দ্রকে স্কুল না খোলার আর্জি ২ লাখ অভিভাবকের

করোনার জেরে এই অবরুদ্ধ জীবন যাপনের মধ্যেই গোটা দেশের পড়ুয়াদের অভিভাবকদের কাছে এখন একটাই বড় প্রশ্ন! শিক্ষা না স্বাস্থ্য! এই দোলাচলের মধ্যেই সকল অভিভাবকই আপাতত স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছেন। এই মর্মে কেন্দ্রের কাছে একটা পিটিশনও জমা পড়েছে।

June 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার জেরে এই অবরুদ্ধ জীবন যাপনের মধ্যেই গোটা দেশের পড়ুয়াদের অভিভাবকদের কাছে এখন একটাই বড় প্রশ্ন! শিক্ষা না স্বাস্থ্য! এই দোলাচলের মধ্যেই সকল অভিভাবকই আপাতত স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছেন। এই মর্মে কেন্দ্রের কাছে একটা পিটিশনও জমা পড়েছে।

যাতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসছে, বা করোনার টিকা আবিষ্কার না হচ্ছে, ততদিন পর্যন্ত যেন স্কুল খোলা না হয়। এই অনলাইন পিটিশনটিতে সই করেছেন প্রায় ২ লক্ষ ১৩ হাজার অভিভাবক। তাঁরা চাইছেন, চলতি শিক্ষাবর্ষটি শেষ করা হোক অনলাইনেই।

করোনা আবহে কেন্দ্রকে স্কুল না খোলার আর্জি ২ লাখ অভিভাবকের

অনলাইন পিটিশনে তাঁদের বক্তব্য, “জুলাই মাসে স্কুল খোলাটা সরকারের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত হবে। এটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো। বর্তমান শিক্ষাবর্ষটি ই-লার্নিংয়ের মাধ্যমেই চালু রাখা উচিৎ।” কেন্দ্রকে জমা দেওয়া ওই আরজিপত্রে প্রশ্ন তোলা হয়েছে,”স্কুলগুলিই দাবি করছে, ভারচুয়াল শিক্ষায় তাদের কোনও সমস্যা নেই। তাহলে চলতি শিক্ষাবর্ষটি অনলাইনেই কেন শেষ করা হবে না?” উল্লেখ্য, লকডাউনের জের প্রায় আড়াই মাস ঘরবন্দি পড়ুয়ারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen