অক্সিজেন প্লান্ট ডায়মন্ড হারবার হাসপাতালে

এতদিন পাইপলাইনের সাহায্যেই রোগীদের অক্সিজেন সরবরাহ করা হতো।

May 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ডায়মন্ডহারবার হাসপাতালে এবার বসানো হল অক্সিজেন প্লান্ট। করোনা রোগীদের যাতে অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই এটি বসানো হয়েছে। দু’-একদিনের মধ্যেই এটি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়।

এতদিন পাইপলাইনের সাহায্যেই রোগীদের অক্সিজেন সরবরাহ করা হতো। প্লান্ট বসানোর ফলে হাসপাতাল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে স্বনির্ভর হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে আপাতত ৮০টি বেড রাখা হয়েছে কোভিড রোগীদের জন্য। তাঁদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেওয়ার ক্ষমতা রয়েছে এই প্লান্টের। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, হাসপাতালের মুকুটের এটি একটি নতুন পালক যুক্ত হল।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen