সবরমতি আশ্রমে আচমকাই জ্ঞান হারালেন পি চিদম্বরম

উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

April 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার গুজরাটের সবরমতি আশ্রমে আচমকাই অজ্ঞান হয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় করা হয়। সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী, প্রবল তাপমাত্রার জেরে গরমে অসুস্থ হয়ে পড়েন চিদাম্বরম।

এদিন সবরমতি আশ্রমে প্রার্থনাসভায় যোগ দিয়েছিলেন চিদম্বরম। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। এএনআই সূত্রে খবর, প্রার্থনা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন চিদম্বরম। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দলের কর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান বর্ষীয়ান নেতাকে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমেই অসুস্থ হয়ে পড়েছেন চিদম্বরম। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen