দেশের আকাশপথ বন্ধ করে প্রতিদিন কয়েক লক্ষ ডলারের রাজস্ব হারাচ্ছে পাকিস্তান

দেখা যাচ্ছে, তাতে ভারতের থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে পাকিস্তানেরই। প্রতিদিন কয়েক লক্ষ ডলারের রাজস্ব হারাচ্ছে ইসলামাবাদ।

May 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে ভারত৷ এরপরই ভারতীয় বিমানের জন্য দেশের আকাশপথ বন্ধ করে পাকিস্তান। কিন্তু দেখা যাচ্ছে, তাতে ভারতের থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে পাকিস্তানেরই। প্রতিদিন কয়েক লক্ষ ডলারের রাজস্ব হারাচ্ছে ইসলামাবাদ।

অন্য দেশের আকাশপথ ব্যবহারের জন্য বিমান সংস্থাগুলিকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। ভারত থেকে যে সব বিমান ইউরোপ, উত্তর আমেরিকা ও আরব দুনিয়ার দেশগুলিতে যায়, সাধারণ সময়ে সেগুলি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। তার জন্য তারা পাকিস্তানের বিমান পরিবহণ দপ্তরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। একটি সূত্র অনুযায়ী, একটি বোয়িং ৭৩৭ মডেল বিমানের জন্য ৫৮০ ডলার ‘ওভারফ্লাইট ফি’ দিতে হয়। বিমানের আকার বৃদ্ধি পেলে, এই রাজস্বের পরিমাণ বাড়ে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরেও আকাশপথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তার জন্য তাদের প্রতিদিন গড়ে ৩ লক্ষ ডলার করে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। সেবার সব মিলিয়ে তাদের ১০ কোটি ডলারের আর্থিক ক্ষতি
হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen