এবার কাটমানির অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

মানিকচক ব্লকে বহু সংখ্যক বিজেপি কর্মীর অভিযোগ বিজেপি চালিত পঞ্চায়েত ১০০ দিনের কাজের শ্রমিকদের থেকে কাট মানি চাইছে।

January 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মালদা জেলা বিজেপিকে এখন চরম গ্লানি নিয়ে চলতে হচ্ছে। কারণ, মানিকচক ব্লকে বহু সংখ্যক বিজেপি কর্মীর অভিযোগ বিজেপি (BJP) চালিত পঞ্চায়েত ১০০ দিনের কাজের শ্রমিকদের থেকে কাট মানি চাইছে।

এই ব্লকের বিজেপি নেতা পিন্টু গোস্বামীর (Pintu Goswami) নেতৃত্বে কর্মীরা অভিযোগ করে নাজিরপুর পঞ্চায়েত প্রধান পম্পা সরকার দুর্নীতিগ্রস্ত। জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। 

পিন্টু গোস্বামীর বক্তব্য, পঞ্চায়েত প্রধান কর্মীদের থেকে টাকা চাইছে ১০০ দিনের কাজ পাইয়ে দেওয়ার জন্য। আমরা এও জানি তিনি এই প্রকল্প বাবদ পঞ্ছায়েতের তহবিল থেকেও টাকা আত্মসাৎ করেছেন। এই ধরণের কাজ আমাদের দলকে কালিমালিপ্ত করছে। এখনই প্রশাসন ও দল ব্যবস্থা নিক।

জেলা বিজেপির মুখপাত্র অজয় গাঙ্গুলি (Ajay Ganguly) বলেন, এই অভিযোগ প্রমাণিত হলে আমরা দোষীকে সাহায্য করবো না। মালদা জেলা প্রশাসক রাজশ্রী মিত্র জানিয়েছেন তিনি এই অভিযোগ পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen