ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু QR Code-সহ কাগজের টিকিট

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এই নতুন পদ্ধতি তৈরি করেছে। গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে।

January 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্লাস্টিক টোকেন টিকিট নয়, এবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশনে চালু হল কিউআর কোডযুক্ত কাগজের টিকিট। এবার নয়া টিকিটেই ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এই নতুন পদ্ধতি তৈরি করেছে। গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে।

শিয়ালদহ স্টেশনে পরীক্ষামূলকভাবে কাগজের টিকিট চালু করা হয়েছিল। যাত্রীদের ইতিবাচক সাড়া মেলায় মেট্রো কর্তৃপক্ষ কাগজের কিউআর কোডযুক্ত টিকিট কার্যকর করল। ধাপে ধাপে টোকেন সিস্টেমের অবলুপ্তি ঘটিয়ে গ্রিনলাইন করিডোরের সর্বত্র কাগজের টিকিট চালু করা হবে।

তবে মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, পরীক্ষামূলক কাগজের কিউআর কোড-সহ টিকিট পরীক্ষামূলকভাবে চালু হলেও, কাউন্টার থেকে এখনও টোকেন টিকিট দেওয়া জারি থাকবে। যাত্রী পরিষেবা আরও উন্নত করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে মেট্রো রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen