কালীপুজোর খুঁটি পুজো অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত পরেশ পাল ও সাধনকন্যা

জানা যায়, পরেশ পাল দুপুরেই আমন্ত্রণ জানান সাধনঘরণী সুপ্তি পান্ডেকে। পরে শ্রেয়াকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যান প্রধান অতিথি কুণাল

October 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক বিরল দৃশ্যের সাক্ষী হল উত্তর কলকাতা। পরেশ পালের কালীপুজোর খুঁটিপুজোর মঞ্চে দেখা গেল সাধনকন্যা শ্রেয়া পান্ডেকে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। দুপক্ষের বিপুল জমায়েতে প্রথমে উত্তেজনার আবহ থাকলেও পরে তা মিলনোৎসবে পরিণত হয়।

জানা যায়, পরেশ পাল দুপুরেই আমন্ত্রণ জানান সাধনঘরণী সুপ্তি পান্ডেকে। পরে শ্রেয়াকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যান প্রধান অতিথি কুণাল। পরেশ এবং শ্রেয়া দুজনের ভাষণেই লক্ষ্য করা যায় পরস্পরের প্রতি সম্মান।

পরেশ পাল ভাষণ দিতে দিতে আবেগতাড়িত হয়ে পড়েন। চোখ দিয়ে জল বেরিয়ে যায়। অন্যদিকে শ্রেয়াও বাবার অসুস্থতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন।

দুই শিবিরের কর্মীরা ঐক্যবদ্ধ শ্লোগানে ভরিয়ে তোলেন চারপাশ। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুর কোঅর্ডিনেটর সুনন্দা গুহ, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল, সঞ্জয় মন্ডল প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen