নোবেলজয়ী বঙ্গসন্তানদের শ্রদ্ধার্ঘ্য

‘সবুজের সান্নিধ্যে বেড়ে উঠুক শৈশব…’। নিজের নামে পার্ক হচ্ছে শুনে এমনই মন্তব্য করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই দর্শনকে সামনে রেখেই বাঘাযতীন-পাটুলি এলাকায় ডানা মেলেছে ‘অভিজিৎ বিনায়ক উদ্যান’।

March 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘সবুজের সান্নিধ্যে বেড়ে উঠুক শৈশব…’। নিজের নামে পার্ক হচ্ছে শুনে এমনই মন্তব্য করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই দর্শনকে সামনে রেখেই বাঘাযতীন-পাটুলি এলাকায় ডানা মেলেছে ‘অভিজিৎ বিনায়ক উদ্যান’।

উদ্বোধন হচ্ছে অর্থনীতিতে নোবেলজয়ী আরেক বাঙালি অমর্ত্য সেনের নামাঙ্কিত উদ্যানেরও। একইসঙ্গে দুই ‘নোবেল’ উদ্যানের উদ্বোধন এই শহরে তো বটেই, গোটা দেশে বিরল। এখানেই শেষ নয়। অস্কারজয়ী চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের নামাঙ্কিত শিশু উদ্যানের দরজাও খুলেছে। তিনটি পার্কই কলকাতা পুরসভার ১০১ নং ওয়ার্ড এলাকায়।

২০১৯-এ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পাওয়ার পরই ওয়ার্ডের দুই পার্কের নাম দুই নোবেলজয়ীদের নামে করার প্রস্তাব রাখেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। অনুমোদন দেন মেয়র ফিরহাদ হাকিম। সম্মতি জানান অভিজিৎ বিনায়ক নিজেও। পুরসভার তরফে এই নোবেলজয়ী অর্থনীতিবিদকে নাগরিক সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে মেয়রের। তার আগেই ডানা মেলছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত পার্ক।

যাত্রা শুরু করছে অমর্ত্য সেন উদ্যানও। গাঙ্গুলিবাগানের অরুণাচল সংঘের সামনের মাঠটি অমর্ত্য সেনের নামে করা হয়েছে। পার্কের দেওয়ালে সাবেক কলকাতার হরেক ছবি রিফিলের মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে। থাকছে দুই নোবেলজয়ীর ছবি ও তাঁদের বইয়ের প্রচ্ছদ। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen