পথশ্রী প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি শহরের বেহাল রাস্তা সারানোর উদ্যোগ

করোনার কারণে পুরসভা নির্বাচনও আটকে গিয়েছে। এমতাবস্থায় বাসিন্দাদের ক্ষোভ আঁচ করতে পেরে পুর কর্তৃপক্ষ পথশ্রী প্রকল্পে রাস্তা সারাইয়ের উদ্যোগ নিয়েছে।

October 31, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

পথশ্রী প্রকল্পে তিন কোটি টাকা বরাদ্দ করা হল জলপাইগুড়ি পুরসভাকে। সেই টাকায় জলপাইগুড়ি শহরের ভাঙাচোরা রাস্তাগুলি সারাইয়ের কাজ শীঘ্রই শুরু হবে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ২৫টি বড় রাস্তা এবং ৪০টি ছোট রাস্তা সারাই করা হবে। এজন্য তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রসঙ্গত, এবারের বর্ষায় জলপাইগুড়ি শহরের বহু রাস্তা বেহাল হয়ে পড়েছে। পুজোর আগে সেগুলি সংস্কারের কথা থাকলেও বৃষ্টির কারণে তা করা যায়নি বলে পুর কর্তৃপক্ষের দাবি। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সামনের বছরেই বিধানসভা নির্বাচন। করোনার কারণে পুরসভা নির্বাচনও আটকে গিয়েছে। এমতাবস্থায় বাসিন্দাদের ক্ষোভ আঁচ করতে পেরে পুর কর্তৃপক্ষ পথশ্রী প্রকল্পে রাস্তা সারাইয়ের উদ্যোগ নিয়েছে।

পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বিভিন্ন ওয়ার্ডে একাধিক রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। পুজোর মুখে (Durga Puja 2020) একাধিক রাস্তা জোড়াতাপ্পি দেওয়ার কাজ হলেও সম্পূর্ণ সারাই না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের মাধ্যমে ভাঙাচোরা রাস্তাগুলি সারাই করা হচ্ছে। পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নিপু সাহা বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে শহরের বড় ও ছোট রাস্তা সারাইয়ের কাজ শীঘ্রই শুরু হবে। এজন্য তিন কোটি টাকা ব্যয় করা হবে। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বেশকিছু ভাঙা রাস্তা প্রাথমিক পর্যায়ে মেরামতি করা হয়েছে।

জলপাইগুড়ি শহরের (Jalpaiguri) উত্তর রায়কত পাড়া, ওয়াকারগঞ্জ, সেনপাড়া, মাসকলাইবাড়ি, বড় পোস্টঅফিস সংলগ্ন এলাকা, চার নম্বর ঘুমটি থেকে পানপাড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। পুজোর আগে শহরের এই রাস্তাগুলির হাল ফেরাতে কিছুটা তৎপর হয়েছিল পুরসভা। ফলে রাস্তা আংশিক সংস্কার হলেও হাল ফেরেনি। এই পরিস্থিতিতে পুরসভার ভূমিকা নিয়ে স্বভাবতই ক্ষোভ চড়ছে শহরবাসীর মধ্যে। উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের সড়ক ব্যবস্থার উন্নতি ঘটাতে পথশ্রী প্রকল্পের (Pathasree Prakalpa) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর পর সেই প্রকল্পের মাধ্যমে রাস্তার খোলনলচে বদলানো হবে বলে জানিয়েছে পুরসভা। কর্তৃপক্ষ জানিয়েছে, শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে রাস্তার বেহাল দশা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরা। জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর কংগ্রেসের অম্লান মুন্সী বলেন, ওরা বারবার রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা পালিত হয় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen