ভোট মিটতেই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে তোড়জোড়, ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু বাংলায়

ভোট মিটতেই শুরু উন্নয়নের যজ্ঞ।

June 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোট মিটতেই শুরু উন্নয়নের যজ্ঞ। এবার পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে বাংলার গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদন করা রাস্তাগুলি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হেল্পলাইনে ৪০ হাজার গ্রামীণ রাস্তা নির্মাণের আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ২৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছে।

গ্রামীণ রাস্তা নির্মাণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা সারাতে পথশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য। পথশ্রী প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত বাংলায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। পথশ্রী প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১,৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। কাজ এগিয়ে গেলেও লোকসভা নির্বাচনের কারণে রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি অনেক জায়গায়। বকেয়া কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। লোকসভা ভোটের পরে ফের একবার গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রকল্পের ব্যয়ভার বহন করবে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen