প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

January 12, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৪: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত প্রবীণ রাজনীতিক তথা পিডিএস নেতা সমীর পুততুণ্ড (Samir Putatundu)। রবিবার রাত ১১টার কিছু পর শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সিপিআইএম-র ছাত্র সংগঠন থেকে তাঁর রাজনৈতিক জীবনে হাতেখড়ি। তাত্ত্বিক নেতা ছিলেন সমীর। দলের শীর্ষপদে থাকাকালীন পার্টির সঙ্গে তাঁর মতবিরোধ চরমে পৌঁছয়। তিনি দল ছাড়েন। সিপিআইএম তাঁকে বহিষ্কার করে। আর এক বহিষ্কৃত নেতা স‌ইফুদ্দিন চৌধুরী এবং তিনি গঠন করেন নতুন রাজনৈতিক দল পিডিএস। সমীরের স্ত্রী অনুরাধা পুততুণ্ডও ছিলেন পার্টির সর্বক্ষণের কর্মী। তিনিও দল ছাড়েন এবং পিডিএসে যোগ দেন।

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন সমীর ও তাঁর স্ত্রী। সমীরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে লিখছেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen