আধার সমস্যা সমাধানে এবার কলকাতা পুরসভার স্থায়ী কেন্দ্র রক্সিতে

নির্দিষ্ট একটি কেন্দ্র গড়ে দেওয়া হবে যেখানে আধার সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে।

August 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিভিন্ন সরকারী কাজে আধার কার্ড (Aadhar card) এখন কার্যত বাধ্যতামূলক। ব্যাঙ্ক, এলআইসি হোক কিংবা সরকারি প্রকল্পের সুবিধা, আধার ছাড়া আপনার কাজ হবে না। কিন্তু এই আধার কার্ড নিয়ে আবার নানা ধরনের সমস্যা। কারও কার্ড নেই, আবার কারো কার্ডে ভুরিভুরি ভুল। অতএব কাজ চলবে না। এবার শহরবাসীর সেই সমস্যার সমাধানে এগিয়ে এল কলকাতা পুরসভা(KMC)।

নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য স্থায়ী কেন্দ্র গড়ল কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভার অধীনে থাকা রক্সি সিনেমা হলে (Roxy Cinema Hall) স্থায়ী আধার সেবাকেন্দ্রের উদ্বোধন হল। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। উদ্বোধনের পর তিনি বলেন, ” এবার থেকে এই সেবা কেন্দ্রে এসে আধার কার্ড সংক্রান্ত সমস্যা মেটাতে পারবেন সাধারণ মানুষ।”

এই প্রথম আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য কলকাতা পুরসভার উদ্যোগে কোন স্থায়ী কেন্দ্র তৈরি হল। আধার কার্ড তৈরি ও ভুল সংশোধনের জন্য সাধারণ মানুষের হয়রানি কমাতে উদ্যোগী হচ্ছে পুরসভা। তাই নির্দিষ্ট একটি কেন্দ্র গড়ে দেওয়া হবে যেখানে আধার সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen