আজও মিলল না অনুমতি, হেমন্তের কপ্টারেই ইটাহার যাত্রা অভিষেকের

January 7, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: মঙ্গলবারের পর বুধেও মিলল না অনুমতি। রয়েই গেল জটিলতা। DGCA-র অনুমতি না-মেলায় এদিনও
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টারেই ইটাহারে সভা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক কারণে অভিষেকের হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার, বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে বীরভূম যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তাঁর হেলিকপ্টার ওড়েনি। তৃণমূল সূত্রে খবর, হেলিকপ্টার ওড়ার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) তরফে প্রয়োজনীয় অনুমতি পাননি অভিষেক। দুপুর পর্যন্ত বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের অপেক্ষায় বসে ছিলেন তিনি। তাঁর কর্মসূচি পিছিয়ে যায়। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত ছিল। বীরভূম যাত্রা আটকানোর চক্রান্ত করা হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর জানা যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার ভাড়া নেওয়া হয়েছে। সেই কপ্টারেই রামপুরহাটের সভায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবারও তাঁর কপ্টারকে অনুমতি দেওয়া হয়নি বলে জানা যায়। ফলত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টারেই ইটাহারে গেছেন তৃণমূল সাংসদ।

মঙ্গলবারের ঘটনা নিয়ে তৃণমূল বলে, এটি বিজেপির ‘পরিকল্পিত বাধা’। নির্বাচনের আগে বিরোধী শিবিরকে মাঠে নামতে না-দেওয়ার চক্রান্ত। ওই দিন রামপুরহাটের সভামঞ্চ থেকে অভিষেকের হুঁশিয়ারি ছিল, “চক্রান্ত যত বাড়বে, মানুষের লড়াই তত দৃঢ় হবে। বাংলার মানুষ জবাব দেবে ভোটবাক্সে। গতবারের চেয়ে এবারে তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দুটোই বাড়বে।”

অন্যদিকে, আজ ইটাহারে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাটের কর্মসূচির পর ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করবেন তিনি। শোনা যাচ্ছে, আজ সন্ধ্যায় উত্তরবঙ্গের দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূলের সেনাপতি তাঁর। বৃহস্পতিবার মালদহে জনসভা করবেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen