SIR-র প্রামান্য নথি হিসাবে CAA সার্টিফিকেট গ্রহণের অনুমতি, গেরুয়া ভোট ব্যাংক বাঁচাতেই কমিশনের ভোলবদল?

January 8, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৩:  SIR-র ইনিউমারেশন পর্বের পর দেখা যাচ্ছে, বাংলায় বিপুল সংখ্যক মতুয়াদের নাম বাদ পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির মতুয়া ভোটে ফাটল ধরতে পারে SIR-র জেরে। তারপরই
আসরে নামল কমিশন। নির্বাচন কমিশন জানাল, বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে এবার সিএএ সার্টিফিকেট প্রামান্য নথি হিসবে গ্রহণ করা হবে। রাজনৈতিক মহল মনে করছে, মতুয়া ভোট নিয়ে গেরুয়া শিবিরের ড্যামেজ কন্ট্রোলেই এমন পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায়, একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি নেতাদের নানান বিতর্কিত বক্তব্যে মতুয়াদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ময়দানে নামেন মতুয়া ভোট রক্ষায়। কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল হয়নি।

এবার কমিশন জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্বের জন্য আবেদনের (সিএএ) শংসাপত্র SIR-র প্রামাণ্য নথি হিসেবে পেশ করা যাবে। কমিশন নির্দেশ দিয়েছে, নাগরিকত্ব সম্পর্কিত যেকোনও নথি প্রামাণ্য হিসাবে দাখিল করা যাবে। মনে করা হচ্ছে, এতে মতুয়াদের ভয় কিছুটা কাটবে। ভোটার তালিকায় নাম রাখার ক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মত, কমিশনের এহেন সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক যোগ দেখছে। বিজেপির চাপে কমিশন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen