কলকাতায় আজ আরও বাড়ল পেট্রলের দাম
এদিকে রাজ্যের অনেক জেলার মতোই আজ পুরুলিয়ায় ১০০ টাকা পার করল পেট্রলের দাম।
July 5, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

রাত পেরতেই কলকাতায় (Kolkata) ফের বাড়ল পেট্রলের দাম (Petrol price hike)। গতকাল ৪১ পয়সা বেড়ে পেট্রলের মূল্য ছুঁয়েছিল ৯৯.৪৫ টাকা। আজ, সোমবার আরও ৩৯ পয়সা বাড়ল। এখন শহরে বর্ধিত পেট্রলের দাম ৯৯.৮৪ টাকা। আর ডিজেলের দাম ৯২.২৭ টাকা। মুম্বইতে এখন পেট্রল ১০৫.৯২ ও ডিজেল ৯৬.৯১ টাকা। তবে রাজধানী দিল্লিতে এখন পেট্রলের মূল্য ৯৯.৮৬ ও ডিজেল ৮৯.৩৬ টাকা।
এদিকে রাজ্যের অনেক জেলার মতোই আজ পুরুলিয়ায় ১০০ টাকা পার করল পেট্রলের দাম। সোমবার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের নেতৃত্বে একটি অভিনব প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়। একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে এই প্রতিবাদে সামিল হন দলের কর্মীরা।